কষ্ট দুই অক্ষরের একটি শব্দ

 কষ্ট দুই অক্ষরের একটি শব্দ।

কম বেশি সব মানুষের জীবনেই কষ্ট আছে। হয়ত কিছু না পাওয়ার কষ্ট বা পেয়ে হারানোর কষ্ট। আমরা এই কষ্টকে  নিজের আত্মীয় স্বজনের থেকেও বেশি আপন মনে করি। তাইতো জীবন থেকে এদের বাদ দিতে পারিনা। একসময় এরা আমাদের নিঃশ্বাসের সাথে মিশে যায়। আর তখন নিঃশ্বাস নিতে ও কষ্ট হয়। বুকের ভেতর সিডর, সাইক্লোন সহ আরও অনেক রকম ঝড় ওঠে। কিন্তু ঝড়টা ভেতরে হয় বলে ক্ষয়ক্ষতির পরিমানটা কেউ দেখতে পারেনা।

কিন্তু আমারা ভুলে যায় জীবন  ক্ষনস্থায়ী। যেকোন মুহূর্তেই এই জীবনের সমাপ্তি ঘটতে পারে। হয়ত কালকের সূর্য মামার মুখ আর নাও দেখতে পারি। তাহলে এত কষ্ট পুষে রেখে কি লাভ? যেদিন জীবনের শেষ হবে সেইদিন তো একবুক আফসোস থেকেই যাবে।

তাই কষ্টকে ইগনোর করতে শিখতে হবে। ভুল করেও যদি চোখে পানি আসে তাহলে চোখের পানি চোখেয় শুকিয়ে ফেলতে হবে। সব কষ্টকে ইগনোর করে সামনে এগোতে হবে কজ জীবন ক্ষনস্থায়ীরে ভাই। এই জীবনের কোন সেকেন্ড পার্ট নায়। জীবন একটায় তাই নিজেকে হ্যাপী রাখতে হবে।নিজের হ্যাপিনেস খুজতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url