ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন স্পেশাল ফিফা বেস্ট পুরষ্কার ২০২২

 ফুটবলের সর্বকালের সেরা গোল স্কোরার আর সেরাদের সেরা স্ট্রাইকার হলে ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো ফিফা বেস্ট থেকে স্পেশাল পুরষ্কার পেয়েছেন রেকর্ড ভাঙ্গার জন্যে। তিনি বর্তমানে বিশ্বের সব থেকে বেশি গোলের মালিক। ক্লাব আর আন্তর্জাতিক মিলিয়ে তার সব থেকে বেশি গোল। যদি বলি শুধু আন্তর্জাতিকে সেখানে তিনি এগিয়ে থাকবেন অন্যদের থেকে। রোনালদো মানেই রেকর্ড। রেকর্ডের পিছনে সে দৌড়ায় না, রেকর্ড তার পিছে ছুটে। আর তিনি একটির পড় একটি রেকর্ডের মালিক হয়েই চলছেন। কোথায় থামবেন তিনি এটা বলা মুশকিল। 

লিওনেল মেসি তো নতুন ক্লাবে যেয়ে হারিয়েই গিয়েছেন। লিগে গোল পাচ্ছেন না। আর তার পুরাতন বন্ধু নেইমারের তৈরি করে দেওয়া ট্যাপ ইন করেছেন একের পর এক মিস। তারপর ডি মারিয়া বা ইকারদিদের পেয়েও তিনি হতে পারছেন না সফল। অন্য দিকে রোনালদো সিরিএ জয় করে আবার ফিরে এসেছেন তার পুরাতন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যেখানে এসে তিনি নিয়মিত পাচ্ছেন গোলের দেখা। রোনালদো কিছুদিন আগে আন্তর্জাতিকে সব চেয়ে বেশি গোলের মালিক হয়েছেন। তাই ফিফা বেস্ট পুরস্কারের সময় তাকে স্পেশাল একটি পুরষ্কার দেয় ফিফা যার মর্যাদা অনেক। হয়ত তিনি প্রথম কোন ফুটবলার যাকে এমন সম্মান প্রদান করেছে ফিফা। রোনালদোর এই অর্জনে অনেক খুশি ভক্তরা। বাংলাদেশের সকল রোনালদো ফ্যানরা অনেক খুশি। আগামি মাসে জন্মদিন রোনালদোর তাই সেই উপলক্ষে একটি বিশেষ গেট টুগেদারের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানটি হবে ময়মনসিংহ। সেখানে সারা বাংলাদেশ থেকে প্রায় সকল রোনালদো ফ্যানগুলি অংশ নিবে। এছাড়া থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানস বাংলাদেশের সম্মানিত এডমিনবৃন্দরা। গত বছর রোনালদো ভেঙ্গেছেন অনেকগুলি রেকর্ড আর হয়েছেন ইউরো টুর্নামেন্টের গোল্ডেন বুট উইনার। তার এই সকল কৃতিত্বের কারনে ফিফা তাকে অন্যতম সম্মানে ভূষিত করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url