একজন গায়ক হাসান আর্ক ব্যান্ড দলে ভোকালিস্ট সম্পর্কে কিছু কথা


বিখ্যাত গায়ক হাসান ( আসল নাম সৈয়দ হাসানুর রহমান ) একজন রক ব্যান্ড সঙ্গীতশিল্পী। তার মোট গানের সংখ্যা ২০০টিরও বেশি। ১৯৯৩ সালে তিনি আর্ক ব্যান্ড দলে ভোকালিস্ট হিসাবে যোগ দেন এবং প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। তারপর ২০০২ সালে আর্ক ব্যান্ড ছেড়ে তিনি নতুন ব্যান্ড "স্বাধীনতা" তৈরি করেন। ২০০৪ সালে তিনি "জন্মভূমি" নামের আরেকটি ব্যান্ড তৈরি করেন।

 
২০১০ সালের শেষের দিকে তিনি আবার আর্ক ব্যান্ডে ফিরে আসেন। তার জন্ম ১৯ এপ্রিল ১৯৭৪ সালে। ছোটথেকেই তিনি হামদ, নাত ও কবিতা আবৃত্তিতে বেশ পারদর্শী ছিলেন আর তার কবিতা লেখার অভ্যাসও ছিল কিছুটা। শিশু কবি হিসাবে তার বেশ পরিচিতিও তখন ছিল। তিনি অভিনয়েও কিন্তু পিছিয়ে ছিলেন না। শুনেছি হাসান নাকি একমাত্র  বাংলাদেশী শিল্পি যিনি ৭টি স্কেলে গান গাইতে পারতেন। হাসান খুব হাই স্কেলে গান গায় যা আমাদের দেশে সচরাচর দেখা যায় না। আপনারা অনেকেই হয়তো জানেন না যে ৯০ দশকের শেষের দিকে শিল্পী হাসান ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url