বছরের প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রাজকীয় মাদ্রিদ

 স্প্যানিশ সুপার কাপের এল ক্ল্যাসিকো সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে রাজকীয় মাদ্রিদ। সেই সাথে অর্জন এল ক্লাসিকতো শততম জয়। লা লিগায় চলতি মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনা ফুটবল দলের। এটা হচ্ছে ২০২২ সালের প্রথম এল ক্ল্যাসিকো ম্যাচ।



বুধবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময়ে ফলাফল ২-২ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ে প্রথমার্ধে ভালভার্দের গোলে জয়ের দেখা পায় কার্লো আনচেলত্তির দল।

টানটান উত্তেজনাকর ম্যাচটিতে দুইবার পিছিয়ে পড়েও দুইবারই সমতায় ফিরেছিল কাতালান ক্লাবটা। কিন্তু তৃতীয়বার আর সফল হতে পারেনি তারা।

খেলার ২৮ মিনিটের সময় ভিনিসিয়াস জুনিয়র পা থেকে গোল আসে, ১-০ তে এগিয়ে যায় রাজকীয় রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ৪৪ মিনিটের সময় সমতায় বার্সাকে ফেরায় ফ্রাঙ্ক দি ইয়ং। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের সময় করিম বেনজেমা গোল করে ফের লস ব্লানকোসদের এগিয়ে নেন। দ্বিতীয় গোলটি হজমের পর ম্যাচের ৮৩ মিনিটের সময় আনসু ফাতি বার্সাকে সমতায় ফেরান।

অতিরিক্ত সময়েও বার্সেলোনা দল দারুন আক্রমণ করছিল আর বলের দখল রেখে ছুটছিলো জয় সূচক গোলের খোঁজে। যদিও রাজকীয় মাদ্রিদ বলে কথা, তারাও দেখাচ্ছিলো তাদের ক্ষমতা। লুকা মদ্রিচের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ৯৮ মিনিটে রিয়ালের হয়ে জয় সূচক গোলটি করেন ফেডেরিকো ভালভার্দে।

তারপর ম্যাচে বাকি সময় আর কোনো গোলই করতে পারে নি বার্সা। ফলে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ আর জিতলে এটি হবে তাদের ১২তম শিরোপা। ফাইনাল ম্যাচটি হবে আগামি রবিবার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url