মাঝ রাতে বার্সেলোনা ও জুভেন্টাসে খেলা দেখি, আজ সবাইকে কাঁদিয়ে মেসি বার্সা ছাড়ল

লিওনেল মেসি বার্সা ছেরে পিএসজিতে যোগ দিচ্ছেন। সবাইকে কাঁদিয়ে তার সাথে বার্সার সম্পর্ক শেষ করে ফেললেন অবশেষে। আজ সব জায়গা মেসির এই বিরহের গল্প। বার্সার জন্যে সে কি না করেছে। বার্সা তাকে রাখতে পারল না। মেসি স্টেজে উঠে কাঁদলেন আজ। শুধু কাঁদলেন না কাঁদালেনও সবাইকে। দেখছিলাম লাইভ। আর ভাবছিলাম এসব। এখন রাতে জুভের বিপক্ষে বার্সার খেলা হচ্ছে। খেলায় সর্বকালের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেও বার্সার সাবেক সেরা প্লেয়ার মেসি নেই। হ্যাঁ সাবেক কারন তার সাথে বার্সার চুক্তি শেষ হয়ে গেছে। 




মেসি আজ এতটা বিষণ ছিল যেটা ২০১৬তে তার অবসরের সময়ও দেখা যায় নি। বার্সেলোনা দলের ক্যাপ্টেন ছিলেন লিওনেল মেসি। কিন্তু আজকে তিনি মুক্ত হলেন। রাতে খেলা চলছে। এখন ১৯ মিনিটের সময় ফ্রি কিক নিলেন গ্রিজম্যান। নেওয়ার কথা কিন্তু মেসির ছিল। নিয়মিত বার্সার পেনাল্টি নিতেন তিনি। আজ তার জায়গা অন্য কাউকে নিতে হচ্ছে এটাই। বারের উপর দিয়ে বল চলে গেল। তারপর একটা অফ সাইড, গোল হল না। সুযোগ ছিল ২-০ তে এগিয়ে যাওয়ার। শুনেছি বার্সা এখনো নাকি চেষ্টা করবে মেসিকে ফিরিয়ে আনার। এখন একটি কর্নার বার্সেলোনা পেল। আজ কিছু দর্শক মাঠে প্রবেশের অনুমতি পেয়েছে। দেখতে কিন্তু ভালোই লাগছে। খেলা দেখছি আমি আর লিখতেছি।
আজকের দিনটা ছিল মেসিময়। অবশ্য আজকের দিন নয় কিছুদিন ধরেই চলছিল। যদিও প্রতিবছর সিজন শেষ হলে শুরু হয় মেসির নতুন নতুন কোন না কোন গল্প আর রিউমার। 

সকালে ঘুম থেকে উঠে অনেক লারাভেল করেছি। নতুন ভার্সনটি দিয়ে শেখার ইচ্ছে। আমার বর্তমান খুব পেইন লাগে। কষ্ট বেশি করতে পারি না আমি। তাই অল্প অল্প করে শেখার চেষ্টা। যাক আজকে প্রথম প্রোগ্রাম রান করলাম হোম অ্যাবাউট এসব বানালাম। তাছাড়া কিছুটা বুঝতে পেরেছি আজকে। কাল বাকিটা চেষ্টা করব। প্রচুর সময় দিতে হয়। একটা ভালো লাইফ খুঁজছি। অনেক দিন ধরে পাই নি আমি। আর ফুটবলটাও খেলি না অনেকদিন শুধু দেখেই যাই আর সোশ্যাল মিডিয়াতে চিল্লাই। কাল নাকি আবার বাংলাদেশের খেলা অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়ে দিল সিরিজ এটা অসাধারণ ফিলিংস।

আজ খেলা করছে নতুন সিজনের নতুন জার্সি পড়ে দুই দল। সর্বকালের সেরা রোনালদোকে দারুন লাগছে বলতেই হবে কিন্তু বার্সেলোনা ক্লাবের সাবেক প্লেয়ার মেসি নেই আজকে। সে থাকলে আরও জমতো। ইচ্ছে ছিল সর্বকালের সেরা ফুটবলার পর্তুগীজ সুপারস্টার কিং অফ ফুটবল ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে বার্সার ক্লাব লিজেন্ড এর দেখা হবে, খেলা হবে, দেখব জমিয়ে। কিন্তু সেটা আর হল না আজ। প্রি সিজনের ম্যাচ, মানে সিজন শুরুর আগের ম্যাচ তাই তেমন গুরুত্ব দিয়ে খেলা হয়ত করছে না জুভেন্টাস দল। ইনজুরি মুক্ত থাকাটাই আসল লক্ষ্য তাদের। রোনালদোও তাই করছে। মেসি যখন বাংলাদেশে এসেছিল তখন কোন গোল আমাদের উপহার দিতে পারে নি। হয়ত সেটা জাতীয় দল না হয়ে বার্সা হত, তাহলে আমরা হয়ত তার জাদু দেখতাম। হয়ত তখনের জাভি বা ইনিয়েস্তার মাধ্যমে মেসি গোল দিত। এসব এখন অতীত।

রাত দুইটা বাজে। খেলার এখন ৩৬ মিনিট। একটা হলুদ কার্ড পেল বার্সার প্লেয়ার। আমার ক্ষুধা লেগেছে। কিছু খেতে হবে। আজকে সেই অনেক আগে খেয়েছিলাম। এত রাতে না খেয়ে থাকা ঠিক নয়। অপেক্ষা হাফ টাইমের। আজকে ইউরো জয়ী কিয়েলিনি বুনুচ্চি রয়েছে মাঠে। এবারের ইউরোতে তাদের অনেক অবদান ছিল। আর স্পেন দলের মোরাটা খেলছেন। গভীর রাতে উন্নত প্রযুক্তিতে আমি গ্রামে বসেও দেখতে পাচ্ছি খেলা আর লিখছি ইন্টারনেটে। মেসি বার্সা থেকে চলে যাওয়ার পর সব একটু অচেনা লাগছে আজ। ক্লাব লিজেন্ড তার ক্লাব থেকে চলে গেলে খারাপ লাগাতা স্বাভাবিক। একটা দারুন কাউন্তার দিল জুভে, গোল হল না। শট নিয়েছিল মোরাটা। হয়ত রোনালদো নিলে আরও ভালো সুযোগ হতে পারত। একটা পাস দিলেই রোনালদো শট নিতে পারত। এবার ফ্রি কিক নেবার পালা সর্বকালের সেরা ফুটবলারের সামনে। ওদিকে সময় প্রায় শেষ। চলছে অতিরিক্ত সময়। শটটা দারুন ছিল, কিপার সেইভ করেছে। ভালো কিপিং বলতেই হবে। বাম পাশে ঝাপিয়ে পড়ে সেইভ করে রোনালদোর শটটি। আজকের মত আমার লেখাও শেষ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url