মিরপুরে বাঘের আস্তানায় থাবা বসিয়ে ক্যাঙ্গারুদের আহত করে দিল
রাজ করতে এসেছিল বাংলাতে। তারা অস্ট্রেলিয়া। সেরা ক্রিকেটে। আছে অনেকগুলা সাফল্য। ক্রিকেটের শক্তিশালী একটি দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে এসে আমাদের যেন পাত্তা দিতে চায় নি। টানা দুই দিন দুই ম্যাচ হারের পর এখন তারা একটু নড়েচড়ে বসেছে। ভাবছে আমাদের নিয়ে। আগের মত নেই টাইগারেরা। বদলেছে তাদের ক্রিকেট। এখন তারা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। দলে নেই মুশফিক, তামিম, লিটনরা। তাতে কি থেমে আছে? নতুনরা প্রমান করতেছে তাদেরকে। ভবিষ্যতে তারাই নেতৃত্ব দেবে দলকে। বাংলাদেশ ক্রিকেট দলটা আরও উন্নত হচ্ছে দিন দিন। এটা অবাক লাগছে অনেকের কাছে।
ক্রিকেট মানেই বাঙালিদের কাছে অন্যরকম একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়। আর এই জয়ে সারা বাংলার মানুষ উৎসবে মেতে উঠেছে এক সাথে। ক্যাপ্টেন মাহামুদুল্লাহ রিয়াদ তার দক্ষতা দেখিয়ে দলকে পরিচালনা করছেন সুকৌশলে। এমনিতেই বাংলাদেশে আসা নিয়ে অনেক শর্ত দিয়েছিল অজিরা। তারপর এখন সব কিছু মেনে নিয়ে নিজেদের স্কিল দিয়ে একের পর এক জয় তুলে নিচ্ছে বাংলাদেশ দল। আমরা চাইব আগামীকাল ম্যাচ জিতে তারা যেন সিরিজ নিজেদের করে নেয়। বাঘের থাবায় ক্যাঙ্গারুরা আহত হয়ে যাচ্ছে আর বাঘের গর্জন শোনা যাচ্ছে চারিদিকে।