অস্ট্রেলিয়ার টি২০ ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন স্কোর ৬২ রানে অল আউতের লজ্জা দিল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোরে লজ্জা জনক হারের রেকর্ড তা আবার বাংলাদেশের বিপক্ষে। সাকিব আল হাসান পেল ১০০তম উইকেট, সাথে ম্যান অফ দি সিরিজের পুরষ্কার। জয় বাংলা। টাইগারের তাদের যোগ্যতা প্রমান করলো এই সিরিজে। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি২০ তে আজ অস্ট্রেলিয়া তাদের সর্বনিম্ন স্কোর ৬২ রানে অল আউত হল। আজকের ম্যাচে সাকিব একাই চারটি উইকেট লাভ করেন। প্রথম ম্যাচ থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া দলকে চেপে ধরেছে এবং অবশেষে সিরিজ ৪-১ এ জয় লাভ করে। শেষ মাচে লজ্জা জনক হার নিয়ে বাংলাদেশ মিশন শেষ করল অস্ট্রেলিয়া। ওদিকে বাংলাদেশের ভক্তদের একটাই আক্ষেপ। গত ম্যাচটা জয় লাভ করলে বাংলাওয়াশ করে ফেলা যেত। যাই হোক ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে সিরিজ জয় সেটা বা কম কিসের।
আমাদের এই মিরপুর হোম গ্রাউন্ডে অনেক রেকর্ড আছে। তার ভেতর একটি হচ্ছে অস্ট্রেলিয়ার এই সর্বনিম্ন রান এর স্কোর করা। হয়ত অস্ট্রেলিয়ার সবার এই ম্যাচের কথা, এই সিরিজের কথা মনে থাকবে এই ব্যাপারে কোন সন্দেহ নেই। টি২০ তে এক মাত্র ক্রিকেটার হিসেবে ১০০+ উইকেট ও ১০০০+ রানের মাইলফলক এখন সাকিব আল হাসানের দখলে। শেষ ম্যাচে নাইমের সাথে ওপেনিং জুটি করে মেহেদী। তাদের এটাই এই সিরিজে বাংলাদেশের সফল ওপেনিং জুটি। এর আগে চার ম্যাচে ব্যর্থ হয় সৌম্য সরকারের। তামিম, মুশফিক, লিটনদের ছাড়াই বাংলাদেশের সাথে জিততে অক্ষম এই অস্ট্রেলিয়া দল। হয়ত তারা থাকলে আরও রোমাঞ্চকর হত এই সিরিজ। অন্যদিকে অস্ট্রেলিয়া এখন তাদের আগামি টি২০ বিশ্বকাপ নিয়ে চিন্তিত। তারা কখনো এমনটি ভাবেও নি। প্রথমত সিরিজ হার, তার উপরে তাদের টি২০ ইতিহাসের সর্বনিম্ন রান।
সিরিজের আগে সবাই গভীর আশা নিয়ে ছিলাম আমরা। অস্ট্রেলিয়া অনেকদিন পর বাংলাদেশে এসেছে। তারা সাধারণত আমাদের সাথে তেমন খেলে না। তার উপরে নানা কথা উঠছিল। বাংলাদেশ দলটা আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে এটা আজ অস্ট্রেলিয়া প্রমান পেল। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া এই সিরিজটা নিয়ে সারা বাংলার ক্রিকেট ফ্যানদের মনে ছিল একটা আবেগ। তবে আপসোস একটাই, মাঠে কোন দর্শক প্রবেশ করতে পারে নি। নয়ত আরও বেশি জমত।
মনে আছে সেই আশরাফুলের মাধ্যমে প্রথম অস্ট্রেলিয়াকে হারানোর কথা। সেই সোনালি দিনটা আজও মনে পড়ে। তবে এবার অন্যরকম এক বাংলাদেশ দলের বিপক্ষে খেলল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্মরণীয় একটি ক্রিকেট সিরিজ বাংলাদেশের জন্যে এটা বলতেই হবে।