হায় হায় মেসির সব পোস্টার বার্সেলোনা মুছে ফেলছে, মেসি এখন প্যারিসে ভালো বেতনের চুক্তি করবেন

একদিনে ন্যু ক্যাম্পে মেসির সকল পোস্টার মুছে ফেলতেছে বার্সেলোনার কতৃপক্ষ। অন্যদিকে স্পেন থেকে প্যারিসে পৌঁছে গেছেন বার্সার সাবেক প্লেয়ার লিওনেল মেসি। আর এইসব ছবিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। স্পেন থেকে প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানে ওঠার সাথে সাথেই লিওনেল মেসির সকল পোস্টার খুলে ফেলে দেওয়া শুরু করে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। ওদিকে বছরে ৩৫০ কোটি টাকায় বড় একটি বেতনে মেসির সঙ্গে চুক্তিসই করতে যাচ্ছে পিএসজি। প্যারিসে আজ উৎসব চলছে আর লিওনেল মেসিকে স্বাগতম জানাতে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার ভাড়া করেছে পিএসজি কতৃপক্ষ।



একটি খবর শোনা যায় যে লিওনেল মেসিকে আটকাতে শেষ চেষ্টায় নেমে পড়েছিল বার্সেলোনা ক্লাবের কর্তারা। তবে অন্যদিকে ফ্রান্সের প্যারিস থেকেও খবর আসে মেসির চুক্তি পাকা। একদিকে স্পেনে মেসির বাড়ির সামনে ভিড় করতে থাকে বার্সেলোনার সাপোর্টারেরা। 

দুই বছরের চুক্তিতে পিএসজি ক্লাবে সই করবেন বার্সার সাবেক তারকা মেসি। তবে নতুন চুক্তিতে এক বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত মেসিকে দলে রাখার সুযোগও রয়েছে ফ্রান্সের ক্লাব পিএসজি।

স্পেনের খেলোয়াড় ইনিয়েস্তার ক্লাব ছাড়ার পরে নতুন অধিনায়ক হিসেবে লিওনেল মেসির হাতে উঠেছিল বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড। আর এখন সেই মেসি চলে যাওয়ার পরে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কদের নাম ঘোষণা করেছে বার্সেলোনা ক্লাবটি। সার্জিও বুসকেটসকে হলেন বার্সার নতুন অধিনায়ক। 

বার্সা ক্লাব সুপারস্টার আসার নিউজে মেসিকে সতীর্থ হিসেবে পাওয়ার বিষয়ে রোমাঞ্চিত পিএসজির গোল কিপার জানলুইজি দোন্নারুম্মা। এখন শুধুই নতুন চুক্তির অপেক্ষার পালা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url