কম্পিউটার প্রোগ্রামিং কি? কিভাবে শিখতে পারি? কোডিং শেখার টিপস
কম্পিউটার হচ্ছে আশ্চর্য যন্ত্র যা অত্যন্ত দ্রুতগতিতে অনেক হিসেব-নিকেশ খুব সহজেই করে ফেলতে পারে। এটা প্রচুর পরিমাণ ডাটা রাখতে করতে পারে মেমোরিতে। তো এই সকল সুবিধাগুলির জন্যে মানুষ তৈরি করছে হরেক রকমের সফটওয়্যার যেগুলি কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। কত কাজে যে মানুষ সফটওয়্যার ব্যবহার করে, সেটি অবশ্য বলে শেষ করা সম্ভব নয়। আর সফটওয়্যারের মাধ্যমে কোন কাজটি করার ফলে মানুষের হাজার হাজার ঘণ্টার শ্রম বেঁচে যায়।
প্রোগ্রামিং মানে হচ্ছে নির্দিষ্ট সিস্টেমে কিছু সংকেত লেখা, আর এর কাজ হচ্ছে কম্পিউটারকে কোন কমান্ড বা আদেশ প্রদান করা। মানব জাতির জীবন যাপনের জন্য যেমন অনেক নিয়ম কানুন রয়েছে ঠিক তেমনি কম্পিউটারেও অনুরুপ কিছু নিয়ম কানুন এর জন্য প্রোগ্রামিং ব্যাবহার করা হয়।
সারা বিশ্বব্যাপী কম্পিউটার প্রোগ্রামারদের রয়েছে অনেক চাহিদা। তবে একটি বিষয় মনে রাখা দরকার যে প্রোগ্রামার হওয়া তেমন কোনো কঠিন কাজ না হলেও ভালো প্রোগ্রামার হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়।
প্রোগ্রামাররা মুলত নানা ধরণের সফটওয়্যার তৈরি করে থাকেন, যেখানে এক বা একাধিক প্রোগ্রাম করা থাকে। আর এইসব প্রোগ্রামগুলোতে থাকে সোর্স কোড, যা কম্পিউটার সহজে বুঝতে পারে, এমন কোনো ভাষায় প্রোগ্রামগুলি লিখতে হয়। সোর্স কোডে একটি নির্দিষ্ট মেশিন ভাষায় কম্পিউটারের জন্য কিছু নির্দেশ দেওয়া থাকে, যা আরেকটি সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার সহজেই বুঝে নেয় এবং সেই অনুসারে কাজ করে আমাদের আউতপুট দেয়।
অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট প্রোগ্রামিং শেখার টিউটোরিয়াল পাওয়া যায়। যারা কম্পিউটার সায়েন্স বা এর সাথে সম্পর্কিত বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে পড়ালেখা করেছে বা করছেন তারা অনেকেই ওয়েবসাইট প্রোগ্রামিং করে থাকে। তবে এর বাইরেও অনেকেই আছেন যারা শুধুমাত্র নিজের চেষ্টায় প্রোগ্রামিং শিখে বর্তমানে বেশ ভাল পজিশনে রয়েছেন।
প্রোগ্রামিং শিখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিয়মিত কোড লিখা। কোন কিছু না বুঝলে তখন সেটাকে নেটে থেকে খুঁজে বের করা ও তারপর নিজে নিজে কোড করা। সোজা কথায় কোডিং শিখতে হলে কোড লিখতেই হবে এবং সেটা অবশ্যই নিয়মিত।
প্রোগ্রামিং শেখার পূর্বে আপনার বেসিক টা শেখা জরুরি, যেমন মনে করুন প্রোগ্রামিং ল্যাঙগুয়েজ আসলে কি? বা কিভাবে এটা কাজ করে?ইত্যাদি
প্রোগ্রামিং শেখার আগে আমাদের অ্যালগরিদম ব্যাপারটা জানা খুব জরুরি, আসলে প্রোগ্রামিংগুলি অনেকটা অঙ্কের মতো যেখানে শুধু যোগ বিয়োগ গুন ভাগ শিখলেই হয়না বিভিন্ন সময় নানারকম সমস্যা আসতে পারে তখন কোথায় যোগ আর কোথায় বিয়োগ লাগবে সেটা আপনাকেই বের করে নিতে হবে। তাই আপনাকে ফ্লো চার্ট অ্যালগরিদম এগুলো সমন্ধে ভালো আইডিয়া করে নিলে পরবর্তী সময়ে প্রোগ্রামিংয়ে আপনার সুবিধা হবে।
সবশেষে বলব যে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে যদি আপনার আগে থেকেই জ্ঞান থাকে তাহলে খুবই ভাল। আর যদি না থাকলে তখন হতাশ হওয়ার কিছু নাই। আপনি ইন্টারনেটে সার্চ করুন দেখুন কোন ভাষা আপনার কাছে সহজ লাগে। সেই ভাষা সম্পর্কে জানতে শুরু করুন।