লারাভেল কি? এটার ভবিষ্যৎ কেমন? জেনে নিন পিএইচপি ফ্রেম ওয়ার্কটি সম্পর্কে

লারাভেল হচ্ছে একটি সম্পূর্ণ পিএইচপি ইকো সিস্টেম যা দ্বারা আপনি ছোট-বড় সব ধরনের ওয়েব সাইট তৈরি করতে পারবেন । লারাভেলের প্রধান অথার টেলর অটোয়েল এটাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়যে পিএইচপি শুনে যেসব মানুষ এই যুগে এসে একটু নাক সিঁটকান তারাও এর প্রশংসা করতে বাধ্য।




প্রথম বিগিনার ফ্রেন্ডলি। যারা ব্যাকেন্ড ডেভলাপার হিসেবে হাতেখড়ি দিচ্ছেন। তারা সব কিছুর ধারণাই এখানে পাবেন। একটা ভালো ব্যাকেন্ড বানানোর সব কিছুই দেয়া আছে। এটা শিখে অন্যান্য যেকোন ফ্রেমওয়ার্ক শিখতে গেলে ব্যাপারগুলো তুলনা করে করে সহজেই শিখতে পারবেন।

যেটা না বললেই নয় সেটা হলো এর ডকুমেন্টশন । এত সুন্দর ডকুমেন্টেশন এবং উদাহরণ আমি অন্যকিছুর দেখি নাই! ডকুমেন্টেশন পড়ার হাতেখড়িও এই ফ্রেমওয়ার্ক দিয়ে । পড়ে আপনার মনে হবে আরে এরকম ই তো হওয়া উচিত। ইট মেক সেন্স!

মনোলিথিক মিডিয়াম স্কেলের যেকোন এপ্লিকেশন বানাতে সব হেভি লিফটিং এবং সাধারণ ব্যাপার ( অথেন্টিকেশন, অথারইজেশন, মেইল সেন্ডিং, ডাটা স্টোরেজ ইত্যাদি) সব কিছুই এখানে খুবই সুন্দর করে দেয়া আছে। আপনি শুধু চিন্তা করবেন আপনার বিজনেস লজিক।

এটার কমিউনিটি বেশ বড় এবং খুবই হেল্পফুল। প্র‍তিনিয়ত চমৎকার সব প্যাকেজ আর আপডেট আসতেই থাকে। কোন সমস্যায় পড়ে গেলে নো ম্যান্স ল্যান্ডে আটকে থাকার কোন সুযোগ নেই।

এখন আসি ভবিষ্যতে! কোন ফ্রেমওয়ার্ক, টেকনলজির ই ভবিষ্যৎ ভালো নয়। একটা বিজনেসের জন্য যেটা যতদিন পর্যন্ত ফলদায়ক সেটা ততদিন পর্যন্ত টিকবে। শিখবেন কাজে লাগাবেন, আরেকটা শিখবেন কাজে লাগাবেন এভাবেই চলবে, এভাবেই চলছে!লারাভেল পিএইচিতে লেখা একটা অসাধারণ ওয়েব এপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। এর প্রধান অথার টেলর অটোয়েল এটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যে পিএইচপি শুনে যেসব মানুষ এই যুগে এসে একটু নাক সিঁটকান তারাও এর প্রশংসা করতে বাধ্য।

এর অসাধারণ কিছু ফিচার যা আমার ভালো লেগেছেঃ

  • প্রথম এটি বিগিনার ফ্রেন্ডলি। যারা ব্যাকইন্ড ডেভলাপার হিসেবে হাতেখড়ি দিচ্ছেন। তারা সব কিছুর ধারণাই এখান থেকেই পাবেন। একটা ভালো ব্যাকইন্ড বানানোর সব কিছুই রয়েছে এখানে। এই লারাভেল শিখে অন্যান্য যেকোন ফ্রেমওয়ার্ক শিখতে গেলে তখন করে সহজেই আপনি শিখতে পারবেন।
  • যে কথা না বললেই নয় সেটা হলো লারাভেলের ডকুমেন্টশন । এত সুন্দর ডকুমেন্টেশন এবং উদাহরণ যে আমি অন্যকিছুর দেখি নাই! ডকুমেন্টেশন পড়ার হাতেখড়িও হয় এই ফ্রেমওয়ার্ক দিয়ে । 
  • মনোলিথিক মিডিয়াম স্কেলের যেকোন এপ্লিকেশন বানাতে সব হেভি লিফটিং এবং সাধারণ ব্যাপারগুলি ( অথেন্টিকেশন, অথারইজেশন, মেইল সেন্ডিং, ডাটা স্টোরেজ ইত্যাদি) সব কিছুই এখানে খুবই সুন্দর করে উপস্থাপন করে দেয়া রয়েছে।
  • এটার কমিউনিটি বেশ বড় ও ভীষণ হেল্পফুল। প্রতিনিয়ত চমৎকার সব প্যাকেজ আর আপডেট আসতেই থাকে। 
  • এখন আসি এর ভবিষ্যতে! প্রথমত জানা দরকার যে কোন ফ্রেমওয়ার্ক, টেকনলজির ই ভবিষ্যৎ ভালো নয়। কোন একটা বিজনেসের জন্য যেটা যতদিন পর্যন্ত ফলদায়ক সেটা ততদিন পর্যন্ত বাজারে টিকবে। শিখবেন কাজে লাগাবেন, তারপর আরেকটা শিখবেন সেটাকে কাজে লাগাবেন এভাবেই চলবে, এভাবেই চলছে!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url