পিএইচপি শিখতে চান? জেনে নিন পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

পিএইচপি শিখতে চান? জেনে নিন পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

পিএইচপি শিখার আগে আপনার এইচটিএমএল এর বেসিক ধারনা জানলেই চলবে। সিএসএস না জানলেও কোন সমস্যা হবে না। অনলাইনে যত গুলি সাইট আছে, তার মধ্যে 82.6% সাইট তৈরিতে ব্যবহৃত হচ্ছে এই পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ১৯৯৫ সালের মধ্যে, টেম্পলেটিং ইঞ্জিনটি পিএইচপি পার্সোনাল হোম পেইজ  প্রথম পাবলিক ভার্সন তৈরি হয়েছিল। তারপর থেকে, পিএইচপির নতুন ভার্সনগুলো ওয়েবের অধিকাংশ সাইটে ব্যবহার করতে শুরু হয়।



পিএইচপি হচ্ছে মুলত একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ । এটি ওয়েব ডেভেলপেমেন্টের কাজে ব্যবহৃত হয়। এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজটির উদ্দেশ্য হল ডাইনামিকালি ওয়েব পেজ দ্রুত তৈরী করা ।

পিএইচপি কোড ওয়েব পেইজের যে কোনও জায়গা থেকে কল করা যায় এবং এটি একাধিকবার কল করা যায়। ডায়নামিক সাইট তৈরি করার কথা শুনলেই প্রথমেই আমাদের পিএইচপির কথা মাথায় আসবে। যেমন ফোরাম, খবরের সাইট, অনলাইন শপ, ক্যাটালগ, থেকে শুরু করে ওয়েব অ্যাপ্লিকেশন প্রায় সকল ক্ষেত্রেই পিএইচপির দাপট রয়েছে। আর যদি ডাটাবেজে অনেক কন্টেন্ট স্টোর করা হয়ে থাকে তাহলে পিএইচপি সেই কন্টেন্টটি স্টোর, আউটপুট এবং অর্গানাইজ করা সহজ করে তোলে।

আমি পিএইচপি কেন শিখব?

  • এটি ডায়নামিক পেজ কন্টেন্ট তৈরি করতে পারে।
  •  এটি সার্ভারে ফাইল ক্রিয়েট করতে পারে, পড়তে, লিখতে ও ডিলেট করতে পারে এবং ফাইল ওপেন ও ক্লোজ করতে পারে।
  • এটি ফর্ম ডাটা সংরক্ষন করতে পারে।
  • এটি কুকি(cookies) সংরক্ষন এবং পাঠাতে পারে।
  • এটি ডাটাবেজে ডেটা যোগ, বিয়োগ এবং পরিবর্তন করতে পারে।
  • এটি ইউজার এক্সেস কন্ট্রোল করতে পারে।
  • এটি ডাটা এনক্রিপশন করতে পারে।

এটি আউটপুট শুধু এইচটিএমএলে সীমাবদ্ধ নাই। এর মাধ্যমে আপনি ছবি, পিডিএফ এবং এমনকি ফ্ল্যাশ মুভিও আউটপুট হিসাবে নিতে পারেন। এছাড়া যেকোনো ধরণের টেক্সটকেও আউটপুট হিসাবে নেওয়া যায়।

পিএইচপি কেস সেনসিটিভ অর্থাৎ এটিতে ছোট হাতের বর্ণ এবং বড় হাতের বর্ণকে আলাদা আলাদাভাবে বিবেচনা করা হয়। পিএইচপির কমিউনিটি অনেক বড়। তাই যে কোন বড় ধরনের সমস্যা দ্রুত অল্প সময়ে ভেতর এই কমিউনিটির মাধ্যমে সমাধান করা যায়। এটি বিশ্বের তৃতীয় বৃহৎ কমিউনিটি হিসেবে পরিচিত।

পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড লিখতে হলে কোন নির্দিষ্ট ওয়েবসাইট এর দরকার হয় না। আপনার কম্পিউটারের যে কোন টেক্সট এডিটর ব্যবহার খুব সহজেই করে পিএইচপি প্রোগ্রামিং কোড লেখা যায়। 

ইন্টারনেটে অনেক রিসোর্স রয়েছে যেখান থেকে আপনি খুব সহজেই শিখতে পারবেন। শেখার জন্যে আমার মতে ইউটিউব সব থেকে বেষ্ট হবে। এখানে অনেক টিউটোরিয়াল প্লেলিস্ট রয়েছে যেখানে আপনি যেকোনো একটি প্লেলিস্ট ধরে শেষ করে ফেলুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url