জামদানি শাড়ি সম্পর্কে জেনে নিন কিছু তথ্য। কিনতে চান ভালো শাড়ী?

 জামদানি শাড়ি ভালবাসেন না, এমন কেউই হয়ত নেই। জামদানি শাড়ি মানেই আভিজাত্য। দিনে অথবা রাতে যেকোন সময়েই এই জামদানি শাড়ি মানানসই। জামদানি শাড়িগুলির নকশায় এত বৈচিত্র্য যে একটা ডিজাইনের সাথে আরেকটার কোন মিল নেই। জামদানি শাড়ী প্রাচীনকালে তাঁত বুনন প্রক্রিয়ায় কার্পাশ তুলার সুতা দিয়ে মসলিন নামের সূক্ষ্ম বস্ত্র তৈরি করা হতো এবং এই মসলিনের উপর যে জ্যামিতিক নকশাদার বা বুটিদার বস্ত্র বোনা হতো তাহার নাম জামদানি। জামদানি নামটি শুনলে সাধারণত শাড়ি বোঝানো হলেও আসলে ঐতিহ্যবাহী নকশায় সমৃদ্ধ ওড়না, কুর্তা, পাগড়ি, ঘাগরা, রুমাল, পর্দা, টেবিল ক্লথ সব কিছুই জামদানির আওতায় পড়ে। 



সপ্তদশ শতাব্দীতে জামদানি নকশার কুর্তা ও শেরওয়ানির বেশ ব্যবহার ছিল। আর মুগল আমলের শেষের দিকে নেপালে ব্যবহৃত আঞ্চলিক পোশাক রাঙ্গা-র জন্য বিশেষ ধরনের জামদানি কাপড় তৈরি হতো। জামদানির নামকরণ নিয়ে বিভিন্ন রকমের মতবাদ রয়েছে। একটি মত অনুসারে ‘জামদানি’ শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। ফারসি শব্দ জামা অর্থ কাপড়, আর দানা অর্থ বুটি; অর্থাৎ জামদানি শব্দের অর্থ হচ্ছে বুটিদার কাপড়। খুব সম্ভবত মুসলমানরাই এই জামদানির প্রচলন করেন এবং দীর্ঘদিন তাদের হাতেই এই শিল্প একচেটিয়াভাবে সীমাবদ্ধ ছিল। আর ফারসি থেকেই জামদানি নামের উৎপত্তি বলে ধারনা করা হয়। আরেকটি মতে, ফারসিতে জাম অর্থ হচ্ছে এক ধরনের উৎকৃষ্ট মদ এবং দানি শব্দের অর্থ পেয়ালা। জাম পরিবেশনকারী ইরানী সাকীর পরনের মসলিন থেকে জামদানি নামের উৎপত্তি হয়েছে। 

আসল ঢাকাই জামদানি শাড়ি সম্পর্কে যাদের কোন আইডিয়া নেই তাদের বেশিরভাগের একটাই প্রশ্ন কেন এত দাম? আসলে একটি জামদানি শাড়ি তৈরি করতে ২ জন কারিগরকে প্রতিদিন ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করতে হয়। সেই জন্যে শাড়ির কোয়ালিটিভেদে একটা শাড়ি তৈরি করতে কমপক্ষে ৭ থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগে। এখন হিসাব করে দেখুন তো একজন শাড়ির কারিগরের যদি প্রতিদিন ৫০০ টাকাও মজুরি হয় তাহলে তার কত টাকা মজুরি প্রয়োজন?

তাহে মেশিনে একটি তৈরি শাড়ি তৈরি করতে কতটা কম সময় লাগে। আর এটা হিসেব করলেই বোঝা যায় যে হাতে তৈরি জামদানি আর মেশিনে তৈরি জামদানির দামের পার্থক্য কেন এত বেশি। আর শুধু দামেই নয় গুনগত মানেও রয়েছে পার্থক্য।

অফিসিয়াল কিংবা পারিবারিক অনুষ্ঠান যাই হোক না কেন যে কোন পরিবেশে শাড়িটি ব্যবহার করতে পারেন। এই শাড়ি সবসময়ই একটা আলাদা লুক দেয়। আর তাই জামদানির চাহিদা যুগ যুগ ধরে বিদ্যমান রয়েছে। অনলাইনে অনেক জায়গা থেকে ক্রয় করতে পারেন। তবে বিশ্বাসযোগ্য দোকান খুজে পাওয়া কষ্টের। আজ বলব যেকোনো শাড়ী অর্ডার করতে পারেন Watermall Dream থেকে। এটা ভার্সিটিতে পড়ুয়া কিছু নবীন উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত হয় আর তাদের কাছ থেকে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url