টাইগার্সদের কাছে বাংলাওয়াশ হল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ সেরা সাকিব আল হাসান। নতুন বছরে বাংলাদেশের শুভ সূচনা

 প্রায় এক বছর পর বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে আর ফিরে এসেই বাংলাদেশের বাজিমাত। বাংলাওয়াশ করে নতুন বছর ২০২১ খুব দারুন ভাবে শুরু করেছে টিম টাইগার্স। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ফিরে আসার গল্পটিও খুব সুন্দর। ম্যান অফ দি সিরিজ হয়ে দলকে এগিয়ে নিয়ে যায় এই নম্বর ওয়ান অল রাউন্ডার। অনেকদিন পর জাতীয় দলে ফিরে তাসকিন আহমেদও পেয়েছেন উইকেট।

প্রথম ম্যাচেই সাকিব অল হাসান এসেই চমক দেখিয়েছিলেন। দলকে জিতিয়ে পেয়েছিলেন ম্যান অফ দি ম্যাচ পুরষ্কার। দ্বিতীয় ম্যাচে ও তৃতীয় ম্যাচে দারুন ছন্দে ছিলেন আর তাই ম্যান অফ দি সিরিজ হয়ে যান। যদিও আজ শেষ ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যায়। পরে আর বোলিং করা হয় নি, আর দলের প্রয়োজনও হয় নি তাকে। জয় সহজেই এসেছে। প্রথম দুই ম্যাচ ঢাকায় হওয়ার পর আজ তৃতীয় ম্যাচ হয়েছে চট্টগ্রামে। 

আজকের ম্যাচে চারজন অর্ধশত রান করেছে। চার সিনিয়র ব্যাটসম্যান সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ। ম্যান অফ দি ম্যাচ মুশফিকুর রহিম আজ ব্যাটিং এর পাশাপাশি চার চারটি ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করেন। এছাড়া এই সিরিজে আজকেই ৫০ ওভার খেলা সম্ভব হয়। দুর্বল ওয়েস্ট ইন্ডিজ একাদশ প্রতি ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারের পূর্বেই অল আউত হয়েছিল। ফলে বাংলাদেশ সহজ জয় পাচ্ছিল। কিন্তু আজ আগে ব্যাট করে বাংলাদেশ আর সম্পূর্ণ ওভার খেলে তারা। আজকে ওয়েস্ট ইন্ডিজও চেষ্টা করে সম্পূর্ণ ওভার খেলার। কিন্তু তারা অক্ষম হয়ে অল আউত হয়ে যায়। তাসকিন পান শেষ ওভারে উইকেট।

আজকের এই সিরিজ জয়ের মাধ্যমে সারা দেশের ক্রিকেট প্রেমিরা অনেক আনন্দিত আর বাংলাদেশের লক্ষ্য আগামী মাসের টেস্ট ম্যাচ সিরিজ। বাংলাদেশ দলের জন্যে রইল শুভ কামনা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url