গল্পঃ চালাকি বনাম শাস্তি
রোজ জামাইয়ের পকেট থেকে টাকা চুরি করে রান্না করার জন্য জিনিসপত্র কিনে আনি। আর সেটা নরমাল রান্না নয় দামি খাবার তৈরির জন্য যা যা লাগে তা। আর এগুলো বানানোর জন্য তো ঘরে পর্যাপ্ত মশলা থাকে না।
ইউটিউব থেকে কিছু রান্না শিখলাম এখন এগুলো বানানোর জন্য তো কিছু মশলা লাগবে তাই জামাই অফিসে যাবার পর পাশের বাজার থেকে গিয়ে এক কেজি মাটন আর মশলা নিয়ে আসি।
সাথে অবশ্যই শাশুড়ি মা ছিলেন একা তো যাওয়া যাবে না।
এদিকে জামাই কে ফোন দিয়ে বললাম আসার সময় কিছু মাটন নিয়ে আসো।
ও বলল ঠিক আছে।
বাসায় এসে ইউটিউব থেকে বিরিয়ানি আর শিক কাবাব বানানোর চেষ্টা করছি শাশুড়ি মা অবশ্যই হেল্প করেছেন। সবকিছু তৈরি করে রান্না করতে লাগলাম শাশুড়ি মা ভিডিও করছেন আর আমি রান্না করছি ভাবতেছি রান্নাটা ঠিকঠাক হলে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে পোস্ট করব।এরজন্য অবশ্য আগে খেয়ে দেখতে হবে সব ঠিক আছে কি না!
যাক রান্নাটা কমপ্লিট করলাম কিছুক্ষণ পর শাশুড়ি মা কে বললাম একটু খেয়ে দেখুন তো কেমন হলো?
আমি এসব এখন খাব না বউ মা আমার মুখে পান তুমি খেয়ে দেখো?
আল্লাহ আল্লাহ করে খাচ্ছি আর ভাবছি আল্লাহ আজ মান রেখো।
না খেয়ে তো দেখলাম সব ঠিকঠাক।
এদিকে জামাই তো রেগে ফায়ার বাজারে গিয়ে ওর পকেটে টাকা নেই আমায় ফোন দিয়ে বলে, আচ্ছা শুনো আমার পকেট থেকে টাকা নেই দেখছি তুমি কি সরিয়েছ
আমি রেগে গিয়ে বললাম তোমার কি মনে হয় আমার হাতটানের অভ্যাস আছে তুমি কি দেখেছ কখনও আমি তোমার পকেট থেকে টাকা সরিয়েছি তুমি রীতিমতো আমাকে চোর বলছ।চলেই যাব বাপের বাড়ি।
আহা আমি এভাবে বলিনি আজকাল রোজ খেয়াল করছি আমার পকেট থেকে টাকা উদাও টাকাগুলো কি পাখনা মেলে উড়ে চলে যায় আকাশে নাকি হাওয়ায় মিলিয়ে যায় ঠিক বুঝতে পারছি না।
তুমি রাগ করছ কেন?
আমি কি জানি হয়তো টাকাটা পড়ে গেছে কোথাও?
রাতে জামাই কে আমার রান্না করা খাবার খেতে দিলাম। খাচ্ছে আর প্রশ্ন করছে আজ এত খাবার দাবার কেন?
কেউ কি আসছে?
আমি রেগে গিয়ে বললাম হ আসছে
তা সে কে শুনি?
সে আছে একজন।
এত প্রশ্ন না করে খাচ্ছ যেটা সেটা খাও।
হঠাৎ খাসির মাংস কই পেলা?
তুমি না বললা শেষ হয়ে গেছে,
এবার বোধহয় খাব ধরা
কই পাব ফ্রিজে ছিল।
সাবস্ক্রাইব করুন:
এদিকে আমার ইউটিউব চ্যানেলে ফ্যান ফলোয়ার বেড়েই চলেছে অনলাইনে একজন ভালো রাঁধুনি হয়ে উঠছি সবাই মোটামুটি চিনে।বিভিন্ন চ্যানেল থেকে খবর আসছে যাতে রেসিপি নিয়ে যাই সেটা টিভিতে দলখাবে
এদিকে জামাই আজকাল বেশিই সন্দেহ করছে এভাবে আর টাকা নেওয়া যাবে না।
রোজ পকেট খালি ও তো মহা চিন্তায় পড়ে গেছে।
পরেরদিন শুভ্র কে বললাম আমার কিছু টাকা লাগবে তুমি দিতে পারবা?
কত টাকা লাগবে?
আমার পাঁচ হাজার টাকা লাগবে জামাই চোখ উপরে তুলে বলে এত টাকা দিয়ে কি করব?
আমার কাজ আছে সব কথা তোমায় বলে কি হবে তুমি দিবা কি না সেটা বল?
এভাবে রেগে যাচ্ছ কেন ইরা?
রাগব না আমার টাকা লাগবে টাকা দাও এত প্রশ্ন করছ কেন?
যাক টাকা দিলো
টাকা নিয়ে টুকটাক শপিং করলাম।
বিকেলবেলা এক চ্যানেলের লোকের সাথে কথা বলতে রেস্টুরেন্টে গেলাম।এদিকে লোকটা আসছে না অপেক্ষা করছি।একবার টিভিতে আমার রেসিপি সবাই দেখলে আমি তো হিট।
হঠাৎ পিছন ফিরে দেখি শুভ্র ও আমায় দেখে এগিয়ে আসছে আমি উঠে দাঁড়ালাম।
আমি দেখেও না দেখার ভান করছি।
বাহ তো আজকাল রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া হচ্ছে অচেনা লোকের সাথে।
না ধরা খেলে চলবে না।
কে আপনি আর এসব কি বলছেন?
আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছি আপনি হয়তো অন্য কারোও সাথে গুলিয়ে ফেলছেন?
বাহ ইতিমধ্যে বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলছ
তোমার তো জুড়ি নেই ইরা।
এই শুনুন আমি ইরা নয় জারা?
আপনি ভুলবাল বকছেন কেন?
কে আপনি?
শুভ্র টানতে টানতে আমায় নিয়ে বাসায় গেল?
বয়ফ্রেন্ডের সাথে দেখা করা আমায় ঠকানো।
লোকজন জিজ্ঞেস করছে এটা কি হচ্ছ
মেয়ে লোকের গায়ে হাত দিচ্ছেন কেন?
শুভ্র সবাই কে বলছে আমার স্ত্রী মাথায় সমস্যা আছে।
বাসায় গিয়ে সারা রাত মেঝতে কাটালাম অতিরিক্ত চালাকির শাস্তি পাচ্ছি।
চ্যানেলের লোক আর কেউ না আমার স্বামী। ওর বদলে অন্য কেউ হলে এতক্ষণে চল্লিশ হাজার টাকা ফাও চলে যেত আমি তো টাকা নিয়ে গিয়েছিলাম যাতে টিভিতে আমার রেসিপি দেখায়।ভাগ্যিস লোকটা শুভ্র না হলে কি যে হতো।আল্লাহ বাঁচিয়েছে আল্লাহ যা করেন ভালর জন্যই করেন।
ও আমার সাথে রং নাম্বারে কথা বলেছে চ্যানেলের লোক হয়ে।আমি কত বোকা
সারারাত মশা তাড়াচ্ছি আর ওকে বলেই চলেছি,
শুনো ওগো শুনছ আমার ঠাণ্ডা লেগে যাবে আর কখনওই এমন হবে না।মশা কামড়াচ্ছে যে।
শুভ্র নাক ডেকে ঘুমাচ্ছে আর বলছে আগামী সাতদিন আমার পাশে শুবা না আমার বেডে।
এটাই তোমার শাস্তি।
by Taslima Amrin