বিচ্ছু বোন - আইডি পাওয়ার পর সারাদিন পড়াশুনা বাদে সে ফেইসবুকেই বেশি ব্যাস্ত থাকে

-আমি শেষবারের মতো বলছি আমাকে ফেসবুকে একাউন্ট খুলে দিবি কি না!

ছোট বোনের এরকম হুমকি শুনেও কোনোরূপ ভ্রুক্ষেপ না করে আমি বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং এ মন দিলাম।ইদানিং এরকম হুমকি আমি ওর কাছে প্রায়ই শুনি,এ আর নতুন কি!

এবার আমার পরিচয়টা বলি..
আমি তানিশা,আর একটু আগে যে আমাকে হুমকি দিলো সে হচ্ছে আমার একমাত্র বোন ইশ্মাম।আদর করে ইশু ডাকি।মাত্র ক্লাস সেভেনে পড়ে।ইশ্মামকে বোন হিসেবে পেয়ে মাঝে মাঝে প্রাউড ফিল করি,আবার কখনো ভাবি আমার বোন এতোটা বিচ্ছু কি করে হলো!


কিছুদিনপর...
টেবিলের উপর ফোনটা রেখে ফ্রেশ হতে গেছি এসে দেখি ইশু ফোনটা হাতে নিয়ে মুচকি মুচকি হাসছে।কিছুটা ধমকের সুরে বললাম,

-কারো অনুপস্থিতিতে তার জিনিসে হাত দিতে নেই জানো না?

-সামিউর নামের কেউ একজন কল দিচ্ছে অনেকক্ষণ ধরে,তাই ফোনটা তোমাকেই দিতে যাচ্ছিলাম।

-কি!
অইটা সামিউর না সামিয়া হবে।ফোনটা আমাকে দে।আর কখনো আমার ফোন হাতে নিবি না।
<
-তাহলে আমাকে একটা ফেইসবুক একাউন্ট খুলে দাও।

-তুই এই বয়সে ফেইসবুক একাউন্ট দিয়ে কি করবি?

-আমার বয়ফ্রেন্ড এর সাথে মেসেজ করবো।ওর বাবা ওকে হাত খরচ কম দেয়।ফোনে মেসেজ দিতে অনেক টাকা কেটে যায়। তাই ফেইসবুকে ফ্রিতে মেসেজ করবো ভেবেছি।

-কি বললি!
তো-তো-তোর বয়ফ্রেন্ড!

-তোতলাচ্ছ যে বড়!
হ্যা বয়ফ্রেন্ড।তোমার বয়ফ্রেন্ড থাকতে পারে আমার পারে না?

-দাড়া,আম্মুকে এক্ষুনি বলে দিচ্ছি।ফাজিল হইছিস এই বয়সে না?

-বলো,বলো,আমিও বলবো।আমি রুমে না থাকলে যে তুমি আমার ব্যাগ থেকে টাকা চুরি করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাও,ফুচকা খাও সেটা যদি আম্মুকে বলে দিই তখন কি করবে?

-তু-তু-তুই জানলি কিভাবে?

-আমিও তো আমার বয়ফ্রেন্ড কে নিয়ে সেই
পার্কেই ঘুরতে গেছিলাম।
কথা না পেঁচিয়ে একাউন্ট খুলে দিবি কি না সেটা বল(তুই করে বললো)

সর্বনাশ!এখন যদি ও আম্মুকে বলে দেয় তাহলে কেসটা আমিই খাবো।তার চেয়ে ভালো ও যা চাচ্ছে এতোদিন ধরে সেটাই করি,একটা ফেইসবুক আইডিই তো।
দিলাম একটা আইডি খুলে।আমার সাথে এড করেও দিলাম।ফেইসবুক এর প্রয়োজনীয় বিষয় আমি ওকে বুঝিয়ে দিলাম।কিন্তু ইদানীং আইডি পাওয়ার পর সারাদিন পড়াশুনা বাদে সে ফেইসবুকেই বেশি ব্যাস্ত থাকে।আর একটু পর পর প্রোফাইল চেঞ্জ আর স্ট্যাটাস পোস্ট করে।

দুদিনপর...

নিউজফিড স্ক্রল করতে গিয়ে একটা ছবিসহ স্ট্যাটাসে এসে চোখ আটকে গেলো-
"আমি আর আমার বাবুসোনা,কেমন হয়েছে ফ্রেন্ডস?লাইক কমেন্ট করুন,ভালো লাগলে শেয়ার করুন "

ওমা!এতো দেখি ইশু!আর পাশের ছেলেটাকেও চেনা চেনা লাগছে!কোথায় যেন দেখেছি।কোথায় দেখেছি,কোথায় দেখেছি,
ওরেব্ব্যাস!
এটা তো সামিউর এর ছোট ভাই সিফাত।ক্লাস ফাইভে পড়ে।তার মানে এই পুটিঁমাছের সাথেই ইশুর প্রেম।সত্যিই রে বইন এটাকে নিঃসন্দেহে বাবুসোনাই বলা যায়।কোলে নিয়েও ঘুরতে পারবি ইচ্ছে হলে।শেষে কিনা ক্লাস ফাইভের ছেলের সাথে প্রেম করলি।আর ইশুকেই কি বলবো ও নিজেই তো একটা বাচ্চা মেয়ে।ইতিমধ্যেই ৪২৫টা লাইক ৩টা শেয়ার আর ৫৬টা কমেন্ট পড়েছে।তার মধ্যে পাশের বাসার কুটনি নিলু আন্টি আর আমার দুইজন ক্লাসমেট এর কমেন্ট ও আছে।

এখন কি হবে!আমি তো কিছু বলতেও পারবো না।কিছু বললে আমিও কেস খেয়ে যাব।এদিকে ওর সাথে আমার মানসম্মানের বারোটা বাজিয়ে দিচ্ছে।যুগে যুগে এভাবেই বুঝি ছোট ভাই-বোনের কাছে বড়জনেরা নির্যাতিত হয়।

মাথা ঠান্ডা করে ভাবছি কি করা যায়।ভাবতে ভাবতেই হাজারো কুবুদ্ধি এসে ভিড় করলো।তার মধ্যে থেকে বেস্ট একটা বুদ্ধি বেছে নিলাম।

ইশুকে গিয়ে বললাম আমার আর সামিউর এর ব্রেকাপ হয়ে গেছে।আমাদের আর রিলেশন নেই।যাতে ও আর আমাকে ব্ল্যাকমেইল করতে না পারে।তারপর প্ল্যান অনুযায়ী ওকে ভয় দেখিয়ে বললাম -

-শুনেছিস,পাশের বাসার আন্টি আম্মুর কাছে বিচার দিছে তোর আর তোর বফের ছবি ফেইসবুকে নাকি দেখেছে।এখন আম্মু তোর বয়ফ্রেন্ডকে তুলে আনতে গেছে,তোদের দুজনকে নাকি একসাথে বেঁধে পিটাবে।

-কি বল্লা আপু!
-হ্যা আম্মু খুব রেগে বাসা থেকে বের হইছে,আজ বুঝি তোদের কপালে শনি আছে।

আমার কথা শুনে ইশু কেঁদে কেঁদে বললো-

-আমার কি হবেরে আপু!আমাদের এতোদিনের সম্পর্ক এভাবে ভেঙে যাবে?না না আম্মু এটা করতে পারে না।রিনা খানের মতো আম্মু আমাদের মাঝে ভিলেন হলো রে আপু.....

-বাব্বাহ!এতো প্রেম!
আচ্ছা আম্মুকে কল দিয়ে বলছি সিফাত কে ধরে না আনতে।বাসায় এসে যেন তোকে ইচ্ছেমতো ওছানি দেয়।

-ওছানি কি আপু?

-তা তুই বুঝবিনা।কয়েকটা ঝাঁটার বাড়ি পিঠে পড়লেই প্রেম করার শখ মিটে যাবে।

-না আপু বাঁচা আমায়।আর কখনো প্রেমের নাম মুখেও নিবো না।এবারের মতো আমাকে বাঁচা।

-আচ্ছা বাঁচাতে পারি,কিছু শর্ত আছে,মানবি?

-হ্যা আমি তোর সব কথা শুনবো।প্লিজ আপু শেষবারের মতো বাঁচা।

-আচ্ছা তাহলে আজকের পর ফোন হাতে নিবিনা।ফেইসবুক ব্যবহারের তো প্রশ্নই আসেনা।আর আমার পিছনে লাগবি না ঠিকাছে?মাঝে মাঝে আব্বু যে তোর জন্য চকোলেট,চিপ্স নিয়ে আসে তার ৩ভাগের দুই ভাগ আমার।১ভাগ না হয় তোকে ছেড়ে দিলাম।তোর জমানো টাকা থেকে মাঝে মাঝে আমায় বখশিস দিবি মনে থাকবে?

-আপু তুই খুব লোভী রে.

-কল দিবো আম্মুকে?

-না না ঠিকাচ্ছে!

এরপর থেকে ইশু আর কখনো ফেইসবুক/ফোনের নাম ও করেনি।শুনেছিলাম সিফাতকেও নাকি তার বাবা হোস্টেলে পাঠিয়ে দিয়েছে।যাক বাবা বিচ্ছুটার একটা ব্যবস্থা করে নিজেকে হালকা মনে হচ্ছে।হাহা,যখন ছোট ছিলাম তখন দেখতাম শুধু বড়রা প্রেম করে,কিন্তু আজকাল ৫ম শ্রেণি হতে শুরু করে ৯ম,১০শ্রেণির ছেলেমেয়েই বেশিরভাগ প্রেম/রিলেশনে জড়িয়ে।আর আমার বোনটাও তাদেরই একজন।হ্যা আজ আমি মিথ্যে বললাম,আর তা না বললে হয়তো কোনো এক সকালে নিউজ হতো-

"পঞ্চম শ্রেনীর ছাত্রের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে গেলো সপ্তম শ্রেনীর ছাত্রী"

#বিচ্ছু_বোন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url