গল্পঃ কবরের বাহিরে লাশ

একদিন গ্রামে একজন খারাপ লোক মারা গেলো।লোকটি ছিলো অত্যন্ত খারাপ একজন লোক। বিনা কারনে সে মানুষ এর উপর অন্যায় অত্যাচার করতো। তো সে যখন মারা গেলো তাকে যথা নিয়মে কাফন দাফন করে মাটি দিয়ে আসলো কবরে।তারপর দিন সকালে গ্রামের মানুষ তো অবাক! কারন তারা দেখল কবরের জায়গায় কবর ঠিকিই আছে কিন্তু লাশ উপরে পড়ে আছে।মনে হচ্ছে কেউ যেন লাশটিকে উপরে রেখে আবার কবরটি ঠিকঠাক করে রেখে গেছে। তো তারা আবার তাকে একই জায়গায় দাফন করে চলে গেলো।ঠিক দ্বিতীয় দিন ও একই ঘটনা। লাশটিকে উপরে তুলে রাখা হইয়েছে। গ্রামের লোকেরা একটু চিন্তায় পরে গেলো।

তারা আবার আগের মতো লাশটিকে আগের জায়গায় দাফন করলো। মনে হচ্ছে আর কেউ লাশটিকে উঠাবে নাহ। এই ভেবে সকলে চলে গেলো। মাঝ রাতে একজন পথিক হেটে হেটে বাড়ি যাচ্ছিলো। হঠাত তার নজরে পড়ে ঐ কবরস্থান টা। সে দেখে ৩জন লোক ৭ফিটের মতো হবে কালো কাপড় পরা। তাদের মধ্য দুইজন এই কবরের দুই পাশে দাঁড়িয়ে তাদের হাত দুটি দিয়ে লাশটিকে এক টানে তুলে পেল্লো। মনে করেন তারা দাঁড়িয়ে ছিল আর হাত দুটি অটোমেটিক কবরে ঢুকে লাশ টিকে একটানে বাহিরে বের করে আনলো। এই দৃশ্য দেখে লোকটি দৌড়ে পালালো।পর দিন সকালে লোকজন নিয়ে এসে দেখে লাশটি আগের মতো কবরের বাহিরে পড়ে আছে। এই ঘটনা সকল কে বলার পর এক ইমাম সাহেব বললেন যে এই খানে একজন ভালো লোকের কবর ছিলো। ঐ লোকটির কবরের উপর এই লোকটির কবর দেওয়ার কারনে এমনটা হয়েছে। পরে সে খারাপ লোকটিকে অন্য জায়গায় কবরে করে রাখা হয়।এরপর থেকে আর কোন সমস্যা হয় নি।

লেখা:ইস্পাত জাহান
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url